Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

চায়ের দেশ সিলেটে স্বাগতম । জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেট ডিভিশন অফিসটি মহান সাধক সৈয়দ হাতিম আলী (রাঃ) মাজার এর পূর্ব পার্শ্বে এবং টিলাগড় পয়েন্টের পশ্চিম পার্শ্বে সিলেট-তামাবিল মহাসড়কের পার্শ্বে অবস্থিত। অফিসের নিকটবর্তী রয়েছে ঐতিহাসিক জগৎখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এম,সি কলেজ। তাছাড়া অফিসের উত্তর দিকে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সরকারী আরও অনেক প্রতিষ্ঠান।

প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন পশু শিকার করে জীবিকা নির্বাহ করত তখনও তারা গাছের কোঠরে ও পাহাড়ের গুহায় বাসস্থান নির্মাণ করে বসবাস করত। মানব সভ্যতা বিকাশের একটি অন্যতম মৌলিক চাহিদা হচ্ছে বাসস্থান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মানুষের মৌলিক চাহিদা বাসস্থান সমস্যা সমাধানের লক্ষ্যে নিরন্তন কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে সারা দেশসহ হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) মাজারের মাঝামাঝি স্থানে পণ্যভূমি সবুজ সিলেটে ১৮৮ একর জায়গা জুড়ে অত্যাধুনিক স্থাপত্য শৈলী সম্পূর্ন নান্দনিক শাহজালাল উপশহর গড়ে উঠেছে। উপশহরে রয়েছে স্কুল, কলেজ, খেলার মাঠ, মসজিদ, পুকুর এবং পরিকল্পিত রাস্তা-ঘাট, ড্রেন কালভার্ট ও অন্যান্য অবকাঠামোসহ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্লট।  এই উপশহরে আবাসকি/ বাণিজ্যিক প্লটে নির্মিত হয়েছে অত্যন্ত মনোরম ডিজাইনের অত্যাধুনিক ইমারত। যা সিলেটের জনসাধরনের সুন্দরভাবে বসবাসের জন্য একটি আদর্শ স্থান যা সিলেটের গর্ভ। তাছাড়া সিলেটের উপশহরের ‘‘বি’’ ব্লকে নির্মিত হচ্ছে ৯ (নয়) তলা বিশিষ্ট ৩ (তিন)টি অত্যাধুনিক ভবন। তাছাড়া মানুষের বাসস্থান সমস্যা সমাধান কল্পে বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ৪০.১৫ একর জুড়ে নির্মিত হয়েছে উপশহর। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবং সুনামগঞ্জ জেলায় ১৬.৫০ একর জায়গা জুড়ে উপশহর নির্মিত হচ্ছে। সর্বপরি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিলেট ডিভিশন, সিলেট জনসাধারনের বাসস্থান সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বদা নিয়োজিত রয়েছে।